Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

মৎস্য বীজ উৎপাদন খামার/হ্যাচারি/নার্সারি/প্রশিক্ষণ কেন্দ্রের সংক্ষিপ্ত বিবরণ
ভূমিকাঃ কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় মৎস্য বীজ উৎপাদন খামারটি অত্র এলাকায় মৎস্য বিষয়ক কার্যক্রম সম্প্রসারণের উদ্দেশ্যে ১৯৬১ ইং সালে প্রতিষ্ঠিত হয়। খামারটি উপজেলা পরিষদ হইতে উত্তর পশ্চিম কোণে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত খামার সংলগ্ন কুমিল্লা মহাসড়কটি উত্তর দক্ষিণ বরাবর চলিয়া গিয়াছে। খামারের উত্তর পার্শ্বে আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় অবস্থিত।


সমান্ত যুক্ত ব্যাংক স্থাপন প্রকল্প (৩য় পর্যায়) কর্তৃক বর্তমান হ্যাচারীটি সম্প্রসারিত করা হইয়াছে। হালদা উৎসের রেণু থেকে উৎপাদিত যুক্ত ও পরবর্তীতে উক্ত রুড থেকে রেণু উৎপাদন কার্যক্রম উৎপাদন মৌসুমে ধারাবাহিকভাবে চলমান রহিয়াছে। ফলে চাষীরা কৌলতাত্ত্বিক গুণাগুণসম্পন্ন বিশুদ্ধজাতের কার্প রেনু নিয়ে পোনা উৎপাদন করতে পারছে। পাশাপাশি খামারটি অত্র এলাকায় চাষীদেরকে মাছ চাষ বিষয়ক পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান করিয়া আসিতেছে।